হায়দরাবাদের বিধায়কের দম্ভোক্তি

‘রাম মন্দির তৈরিতে বাধা দিলে মাথা কেটে নেব’

Looks like you've blocked notifications!
টি রাজা সিং ছবি : এইচটি ফটো

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত রাম মন্দির নির্মাণে বাধা দিলে মাথা কেটে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন হায়দরাবাদের বিধায়ক টি রাজা সিং।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ওই বিধায়কের ওই বক্তব্যের ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৫ এপ্রিল শ্রী রাম শোভাযাত্রা উপলক্ষে এক মিছিলে ওই বক্তব্য দেন রাজা সিং।

ভিডিওটিতে রাজা সিং বলেন, ‘অযোধ্যার রাম মন্দিরের নির্মাণকাজ বন্ধ করতে বলার সাহস যদি কারো থাকে, তাহলে সে সামনে আসুক। আমি চ্যালেঞ্জ করলাম, আমি তার মাথা কেটে নেব।’

বিজেপির ওই বিধায়ক আরো বলেন, ‘এখনো পর্যন্ত উত্তর প্রদেশে ভীতু সরকার ক্ষমতায় ছিল। এখন ক্ষমতায় এসেছে সবার বাপের সরকার। কেউ রাম মন্দির নির্মাণ বন্ধ করতে পারবে না। দেশের সব রাম সেবকরা মন্দিরটি নির্মাণে উত্তর প্রদেশে আসবে। পরবর্তী রাম নবমীর আগেই আমরা রাম মন্দির নির্মাণ করব।’

মুসলিম নেতাদের উদ্দেশ করে রাজা সিং বলেন, ‘তারা এসে যদি আমাদের পায়ে পড়ে, তাহলে আমরা তাদের অন্য কোথাও মসজিদ নির্মাণের অনুমতি দেব।’  

২০১৬ সালের জুলাইয়ে কথিত গো-রক্ষাকারী দলের কর্মীরা দলিত শ্রেণির কয়েকজনকে মারধর করে। সে সময় ওই ঘটনাকে সমর্থক করেন রাজা সিং। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে উত্তর প্রদেশে মোহাম্মদ আখলাক হত্যার সমর্থনে এগিয়ে আসেন। এমনকি গো-হত্যার সঙ্গে জড়িত থাকলে অন্যদেরও এমন পরিণতি হবে বলে জানান তিনি।