আফগানিস্তানে ‘সবচেয়ে বড়’ বোমা নিক্ষেপ যুক্তরাষ্ট্রের
নিজেদের সবচেয়ে শক্তিশালী বোমাটি আফগানিস্তানে নিক্ষেপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বোমাটি নিক্ষেপ করা হয়।
সিএনএন জানিয়েছে, বোমাটির ওজন ২১ হাজার ৬০০ পাউন্ড। তবে এটি পরমাণু বোমা নয়। কিন্তু পরমাণু বোমার বাইরের এটিই যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা। বোমাটির নাম ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্ল্যাস্ট বোম্ব যা এমওএবি নামে পরিচিত। ওই বোমাকে বলা হয় ‘সব ধরনের বোমার মা’।
মার্কিন সেনাসূত্রে জানা যায়, এমসি-১৩০ বিমান থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। আফগানিস্তানের নানগড়হার প্রদেশের আচিন জেলায় ওই হামলা করা হয়।
মার্কিন সেনাসূত্র জানিয়েছে, এই প্রথমবারের মতো এমওএবি নিক্ষেপ করা হলো।
দি ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে বোমাটি নিক্ষেপ করা হয়। ওই এলাকায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সদস্যরা আছে বলে ধারণা করা হয়।
এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।