রমজানে দুর্ঘটনা এড়াতে দুবাইয়ে বিশেষ উদ্যোগ
পবিত্র রমজানে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য সংযুক্ত আরব আমিরাতের পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। সিয়াম সাধনার পবিত্র এ মাসে রাস্তা দুর্ঘটনামুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তার মোড়ে নতুন স্থাপিত জিপিএস মনিটরের পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। খবর খালিজ টাইমসের।
তিনি জানিয়েছেন, চলতি জুন মাসের শুরু থেকে দুবাইয়ের ট্রাফিক নিয়ন্ত্রণে গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ব্যবহার শুরু হয়েছে। ট্রাফিক সিগনালে স্থাপিত নতুন জিপিএস মনিটরগুলো গাড়িচালককে শুধু পাল্টা রুটই বাতলে দেবে না; সেই রুটের জন্য টাইম স্লটে বা সময়ের শূন্যস্থানও রিজার্ভ করে রাখবে। এর ফলে গাড়িচালক কোনোমতেই যানজটে পড়বে না।
দুবাই ট্রাফিক কন্ট্রোল শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আর সেহি বলেন, ‘রমজানে নগরীতে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া নামাজের সময় রাস্তায় এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে যাতে রাস্তা বন্ধ না করা হয় সে বিষয়ে চালকদের সচেতন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সেহি আরো বলেন, ‘রমজানে মাগরিবের আগে চালকদের মধ্যে ইফতারের আগে বাসায় ফেরার প্রবণতা লক্ষ করা যায়, তাতে দুর্ঘটনা ঘটে। ইফতারের আগে বাসায় পৌঁছাতে গাড়ির গতিসীমা বাড়ানো হয় যা ট্রাফিক আইনের লঙ্ঘন। এবার রমজানে যাতে ট্রাফিক আইন লঙ্ঘন না হয়, সেই লক্ষ্যেই কাজ করছে দুবাই ট্রাফিক বিভাগ।’