সাত বছর বয়সী মেয়েটি লিখছে স্মৃতিকথা

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পো থেকে সাত বছর বয়সী শিশু বানা আলাবেদের টুইট সারা বিশ্বের মনোযোগ কেড়েছিল। এখন সে স্মৃতিকথা (মেমোয়ার) লিখছে। ‘ডিয়ার ওয়ার্ল্ড’ নামে তার স্মৃতি বই আকারে প্রকাশ করবে প্রখ্যাত প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার।

সিএনএন জানিয়েছে, বানা তার অভিজ্ঞতা তুলে ধরবে বইয়ে। সে ও তার পরিবার কীভাবে তুরস্কে নতুন জীবন মানিয়ে নিচ্ছে, তা থাকবে এতে। আগামী বসন্তে বইটি বাজারে পাওয়া যাবে।

টুইটারে সে তার তিন লাখ ৬৯ হাজার ফলোয়ারের উদ্দেশে ঘোষণা দেয় : “আমি খুব আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, সাইমন অ্যান্ড শুস্টার আমার বই প্রকাশ করবে। বিশ্বের সব অংশে এখন অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে।’
প্রকাশকের মাধ্যমে দেওয়া বিবৃতিতে বানা বলে, ‘আমি আশা করি, আমার বই সিরিয়ার মানুষ ও শিশুদের জন্য কিছু করতে বিশ্বকে উৎসাহ জোগাবে। বিশ্বের সব জায়গায় যেসব শিশু যুদ্ধের মধ্যে আছে, তাদের যেন শান্তি নিয়ে আসে।’

বানার মা ফাতেমা ইংরেজির শিক্ষক। তিনি তাঁর মেয়েকে টুইট লিখতে সহায়তা করেন। তিনি বলেন, বানা এই সপ্তাহে বইটি লিখতে শুরু করেছে। ‘তার গল্পের মাধ্যমে আমি আশা করি, মানুষ বুঝবে যে যুদ্ধের সবচেয়ে ক্ষতির শিকার হয় শিশুরা।’

বানার অন্য টুইটগুলোয় বলা হয়েছে, সে একটি সাধারণ মেয়ে যে যুদ্ধে আটকা পড়েছিল, ‘আমি হ্যারি পটার সিনেমা দেখেছি’, গত নভেম্বরে তার মা ফাতেমা লেখেন, ‘বানা ওই বই পড়তে চায়।’

ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং বানার টুইটের সাড়া দিয়েছেন। তিনি বানাকে হ্যারি পটার সিরিজের সব ইবুক উপহার পাঠান।