ফেসবুক লাইভে খুন, খুঁজছেন নতুন শিকার

Looks like you've blocked notifications!
ফেসবুক লাইভে স্টিভ স্টিফেনস। ছবি : ক্লেভল্যান্ড পুলিশ

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক লাইভে গুলি করে এক ব্যক্তিকে খুন করেছেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লেভল্যান্ড শহরের এক ‘খুনি’। স্টিভ স্টিফেনস নামের ওই হত্যাকারী জানান, তিনি এরই মধ্যে ১৩ জনকে খুন করেছেন। এখন নতুন শিকার খুঁজছেন বলেও স্বীকারোক্তি দিয়েছেন লাইভে।

স্থানীয় সময় রোববার ক্লেভল্যান্ড শহরের পুলিশপ্রধান ক্লেভিন উইলিয়ামস একটি খুনের ঘটনা নিশ্চিত করেছেন। নিহত ওই ব্যক্তির নাম রবার্ট গডউইন। তাঁর বয়স ৭৪ বছর।

ক্লেভিন জানান, ওই খুনিকে ধরতে বিভিন্ন দল কাজ করছে। তাঁকে শিগগিরই আটক করার চেষ্টা করা হচ্ছে। রোববার রাতে আর কোনো রক্তপাতের ঘটনা ঘটবে না বলেও আশা করেন তিনি।

রোববারের ওই সংবাদ সম্মেলনে ক্লেভিন বলেন, ‘আজ আমরা এর শেষ দেখে ছাড়ব। আমরা স্টিভকে রাস্তা থেকে গ্রেপ্তার করব।’

স্টিভ স্টিফেনস নামে ওই খুনির ছবি প্রকাশ করেছে পুলিশ। তাঁর উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি। এ ছাড়া শরীরে বিভিন্ন জটিলতা রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই ও স্থানীয় পুলিশ মিলিতভাবে ঘটনাটির তদন্ত করছে।

ক্লেভল্যান্ড শহরের মেয়র ফ্রাঙ্ক জ্যাকসন জানিয়েছেন, খুনি স্টিভকে শেষপর্যন্ত আটক করা হবে।

ফেসবুক লাইভে খুনের ঘটনা এই প্রথম নয়। এর আগে গত বছর জুনে শিকাগো শহরে এক ব্যক্তি ফেসবুক লাইভে আত্মহত্যা করেন। একই বছরের মার্চে একইভাবে লাইভে এসে এক ব্যক্তিকে ১৬টি গুলি করা হয়।