ইনস্টাগ্রাম লাইভে গুলিতে কিশোর নিহত, দেখল বন্ধুরা

Looks like you've blocked notifications!

যুক্তরাষ্ট্রে ইনস্টাগ্রাম লাইভে নিজের গুলিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আর ইনস্টাগ্রামে সরাসরি এই ঘটনাটি দেখেছে তার বন্ধুরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জর্জিয়া অঙ্গরাজ্যের ফরেস্ট পার্কের ওই কিশোরের নাম ম্যালাচি হিমফিল (১৩)।

দেশটির অক্সিয়া টেলিভিশনকে ওই কিশোরের মা শানিকা স্টিফেনস বলেছেন, ছেলের শোবার ঘর থেকে বিকট শব্দ শুনতে পান তিনি ও তাঁর মেয়ে।

স্টিফেনস বলেন, ‘আমি বিকট শব্দ শুনতে পাই। আমি বলতে পারব না এটি গুলির শব্দ ছিল নাকি অন্য কিছুর। আমি শুধু বুঝতে পারছিলাম যে কিছু এটা হয়েছে।’ এরপর তিনি ও তাঁর মেয়ে ওপরতলায় যান।

স্টিফেনস আরো বলেন, ‘আমরা দরজায় লাথি দিয়ে ঢুকি। ভেতরে দেখতে পাই হিমফিল মেঝেতে পড়ে আছে। চারপাশে রক্তে ভেসে গেছে।’ তিনি বলেন, ‘এ সময় আমার মেয়ে চিৎকার দিয়ে উঠে বলে, মা ওর ফোন বন্ধ করো। আমি এগিয়ে গিয়ে দেখতে পাই সে ফোনে ইনস্টাগ্রামে লাইভে ছিল।’

স্টিফেন্সের ধারণা, বাইরে ৪০ থেকে ৫০ জন কিশোর ছিল। তারা সরাসরি অনলাইনে ঘটনাটি দেখেছে। যখনই ঘটনাটি ঘটেছে তারা দৌড়ে চলে এসেছে।

স্টিফেনস বলেন, আত্মহত্যা নয়, এটি ছিল একটি দুর্ঘটনা। তিনি বলেন, স্টিফেনস তার একমাত্র ছেলে ছিল।

স্টিফেনস জেনেছেন, কেউ তার ছেলেকে বলে পিস্তলে ক্লিপ নেই কেন। সে পিস্তলে ক্লিপ লাগালে গুলি বের হয়ে যায়। ছেলের হাতে কীভাবে পিস্তল গেল তা নিশ্চিত নন মা। তিনি জেনেছেন, এক বন্ধুর কাছে পিস্তলটি পেয়েছিল সে।