‘সন্ত্রাসে জড়িত’ তিন মাসের শিশুকে জিজ্ঞাসাবাদ!

Looks like you've blocked notifications!
ছবি : দ্য গার্ডিয়ান

দাদার ভুলের কারণে তিন মাসের শিশু হার্ভি ক্যানিয়ন-কেয়ার্নসকে সন্ত্রাসী সন্দেহে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে! লন্ডনে যুক্তরাষ্ট্রের দূতাবাসে মা ও দাদার সঙ্গে যেতে হয় শিশুটিকে।

দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইলের বরাত দিয়ে আজ সোমবার এ খবর দিয়েছে ভারতের এনডিটিভি।

মার্কিন দূতাবাস থেকে ডেকে পাঠানোর পর হার্ভিকে সঙ্গে নিয়ে তাঁর মা ফায়ে ক্যানিয়ন ও দাদা পল ক্যানিয়ন যান সেখানে।

খবরে বলা হয়, ভিসা অফিসে একটি প্রশ্নের জবাবে ‘না’-এর জায়গায় ভুলবশত ‘হ্যাঁ’ টিক দেওয়ায় এই বিপত্তি ঘটেছে। ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশনের (ইএসটিএ) ইমিগ্রেশন ফরমে একটি প্রশ্ন ছিল, ‘আপনি কি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড, গুপ্তচরবৃত্তি, নাশকতা বা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন?’ এই প্রশ্নের জবাবে ওই শিশুর দাদা পল কেনিয়ন ভুল করে ‘না’ এর স্থানে ‘হ্যাঁ’ টিক দিয়েছিলেন। এ কারণেই ওই শিশুকে ডেকে পাঠায় মার্কিন দূতাবাস।

ইংল্যান্ডের শহর চেশায়ারের পয়েনটনে তাঁদের বাড়ি থেকে লন্ডনে মার্কিন দূতাবাস বেশ দূরে। প্রায় ১০ ঘণ্টার পথ অতিক্রম করে ওই পরিবারকে যেতে হয় দূতাবাসে। শিশুর পক্ষ থেকে তার পরিবার কথা বলে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে। 

দ্য গার্ডিয়ানকে ওই শিশুর দাদা ক্যানিয়ন জানান, ‘আমি বিশ্বাসই করতে পারিনি যে, তারা এটা বুঝবে না যে তিন মাসের শিশু কারো ক্ষতি করতে পারে না।’

তবে এ বিষয়ে লন্ডনে মার্কিন দূতাবাসের কোনো কর্তকর্তা বক্তব্য দেননি।