প্যারিসে হামলায় পুলিশ নিহত, আইএসের দায় স্বীকার

Looks like you've blocked notifications!
ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ছবি : এএফপি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্যারিসের চ্যাম্পস-এলিসি এভিনিউতে এ ঘটনা ঘটে।

হামলার দায় স্বীকার করে আইএস জানিয়েছে, ওই পুলিশ সদস্যকে হত্যা করেছে তাদেরই একজন সদস্য। ওই ব্যক্তির নাম আবু ইউসুফ আল-বালজিকি। সংবাদ সংস্থা ‘আমাক’-এর মাধ্যমে এই তথ্য দেওয়া হয়েছে।

পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি শহরের উপকণ্ঠেই বাস করতেন।

আগামীকাল রোববার ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের দুদিন আগে এ হামলার পর মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

ওলাঁদ এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর প্রতি দেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে। নিহত পুলিশ সদস্যকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে।

ফ্রাঁসোয়া মলিনস নামের প্যারিসের একজন আইনজীবী জানিয়েছেন, হামলাকারীর পরিচয় জানা গেছে। কিন্তু তা আপাতত প্রকাশ করা হবে না। কারণ এখন তদন্ত চলছে।

ওই হামলাকারী এর আগে বেশ কয়েক বছর কারাগারে ছিল বলে জানিয়েছে ফ্রান্সের কয়েকটি সংবাদমাধ্যম। সে সময় পুলিশ সদস্যদের গুলি করার কারণে তাঁকে ওই সাজা দেওয়া হয়েছিল।