মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া

Looks like you've blocked notifications!

আবারও এক মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। বিবিসি এ খবর জানিয়েছে।

আটক হওয়া মার্কিন নাগরিকের নাম কিম (৫০)। পিয়ংইয়ং ত্যাগ করার সময় কিম আটক হন। তবে কর্তৃপক্ষ এখনো তাঁকে আটকের কারণ জানায়নি।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, কিম উত্তর কোরিয়ায় ত্রাণ-সংক্রান্ত কর্মসূচির জন্য সেখানে ছিলেন। কিম চীনের ইয়ানবিয়ান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে।

তৃতীয় ব্যক্তি হিসেবে কিমকে আটক করল উত্তর কোরিয়া।

এর আগে গত বছর এপ্রিলে গুপ্তচরবৃত্তির অভিযোগে কিম ডং নামের ৬২ বছর বয়সী এক মার্কিন নাগরিককে ১০ বছরের সাজা দেওয়া হয়। এ ছাড়া গত বছরের জানুয়ারিতে হোটেলে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ২১ বছর বয়সী এক মার্কিন ছাত্রকে আটক করা হয়।