মালদ্বীপে ব্লগারকে কুপিয়ে হত্যা

Looks like you've blocked notifications!
মালদ্বীপে মুক্তমনা ব্লগার ইয়ামিন রশিদ। ছবি : টুইটার থেকে

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে এক মুক্তমনা ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে দেশটির রাজধানী মালেতে নিজ বাড়ির সিঁড়িতে ইয়ামিন রশিদ নামের ওই ব্লগারের মৃতদেহ পাওয়া যায়।

দেশটির পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গলায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতে ২৯ বছর বয়সী ব্লগার ইয়ামিন রশিদকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা ওই ব্লগারকে হত্যা করেছে, তা জানাতে পারেনি পুলিশ।

ইয়ামিন রশিদ মালদ্বীপের খ্যাতনামা ব্লগার হিসেবে পরিচিত ছিলেন। ‘ডেইলি প্যানিক’ নামে ব্লগে রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে বিদ্রূপাত্মক লেখা লিখতেন তিনি। লিখতেন নানা সামাজিক অসংগতি নিয়েও। টুইটারে ইয়ামিন রশিদের নাম ছিল ‘অবাধ্য লেখক’।

ইয়ামিন মালদ্বীপের বর্তমান সরকারের কট্টর সমালোচক ছিলেন। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে বিভিন্ন সময়ে সমর্থন করেছিলেন ইয়ামিন।

পুলিশ জানায়, মৃত্যুর এক সপ্তাহ আগে খুনের হুমকির কথা জানিয়েছিলেন রশিদ। সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছিলেন সেই কথা। কিন্তু পুলিশ তাঁর নিরাপত্তায় কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজ বাড়ির সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল তাঁকে।