১০১ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন যে নারী

Looks like you've blocked notifications!

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে এক অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নারী মান কাউর।

গতকাল সোমবার বিবিসি জানিয়েছে, মান কাউরের বয়স ১০১ বছর। এ বয়সে তিনি অংশ নেন ওয়ার্ল্ড মাস্টার্স গেমসের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায়। এতে চ্যাম্পিয়নও হন।

জয়ের পর এ বৃদ্ধা সামান্য একটু নেচে জয়ের আনন্দ প্রকাশ করেন।

মান কাউরের ১০০ মিটার দৌড়াতে সময় লাগে এক মিনিট ১৪ সেকেন্ড। তাঁর বয়সের ক্যাটাগরিতে তিনিই ছিলেন একমাত্র প্রতিযোগী।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে কাউরকে 'চণ্ডীগড়ের বিস্ময় হিসেবে' উল্লেখ করা হয়েছে। প্রতিযোগিতার আগে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়। চিকিৎসকদের অনুমতি পাওয়ার পরই তিনি দৌড়ে অংশ নেন।