থাইল্যান্ড থেকে ফিরছেন ৪১ বাংলাদেশি

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

থাইল্যান্ডে পাচারকারী চক্রের জিম্মা থেকে উদ্ধার হওয়া আরো ৪১ বাংলাদেশির আজ বুধবার দেশে ফেরার কথা রয়েছে। সন্ধ্যার দিকে একটি ফ্লাইটে তাঁদের ফেরত পাঠানোর কথা জানিয়েছে থাইল্যান্ডের ব্যাংককে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

urgentPhoto

দূতাবাস জানায়, গত ২৯ মে সে দেশে অনুষ্ঠিত আঞ্চলিক বৈঠকে মানবপাচারের শিকার হওয়া বাংলাদেশিদের দেশে ফেরত আনার ব্যাপারে সহায়তার আশ্বাস দেয় থাই সরকার। এরই অংশ হিসেবে ৪১ বাংলাদেশি দেশে ফিরবেন। তাঁদের পুরো খরচ সরকার বহন করছে।

এ ছাড়া মে মাস থেকে এ পর্যন্ত থাই-মালয়েশিয়া সীমান্তে উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ৮০ জনকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ দূতাবাস।