‘গান্ধীকে মেরেছি, কেজরিওয়ালকেও মারব’
দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেস আর বিজেপির বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করার পর শত্রুতালিকা বোধহয় আরেকটু বাড়ল আম আদমি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। তাঁর নতুন এই শত্রু হলেন হিন্দুত্ববাদী নেতা স্বামী ওমজি। দিল্লির নির্বাচনে ‘বাঁশি’ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন তিনি।
আম আদমি পার্টির বিপুল জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওমজি বলেন, ‘আমি হিন্দু মহাসভার লোক, কিন্তু বিজেপিই আমার দল। এছাড়া আমি ওম সাঁইজি সংঘের বৈশ্বিক সভাপতি। আশারাম বাপুজি আর নারায়ণ সাঁই যেহেতু জেলে, সেহেতু সংঘের দায়িত্ব আমার ওপরই বর্তায়।’
দিল্লিজয়ী আম আদমি পার্টির প্রধানকে হুমকি দিয়ে ওমজি বলেন, ‘আমি কেজরিওয়ালের বিপক্ষে আর কেজরিওয়াল জাতির বিপক্ষে। আমি তাদের মতো জাতির বিপক্ষের মানুষকে মেরে ফেলব।’
সংবাদমাধ্যম নিউজ নেশন জানায়, ধর্ম ও জাতির প্রতি হিন্দু মহাসভার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ওমজি বলেছেন, ‘আমরা মহাত্মা গান্ধীকে মেরেছি। কেজরিওয়ালের মতো লোকদেরও বোঝানোর চেষ্টা করা হবে। তিনি যদি আমাদের কথা না শোনেন, তাহলে তাঁকে আমরা গুলি করে মেরে ফেলব।’