কানতাস সিইওর মুখে লেপ্টে দেওয়া হলো কেক
অস্ট্রেলিয়ার পার্থে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন বিমান কোম্পানি কানতাস এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালান জয়েস। সে সময় হঠাৎ প্রাপ্তবয়স্ক এক ব্যক্তি মঞ্চে ওঠেন। কিছু বুঝে ওঠার আগেই সেই ব্যক্তি কেক লেপ্টে দেন জয়েসের মুখে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।
অপরিচিত এক ব্যক্তি মুখে কেক মেখে দেওয়ার পর শুরুতে কিছুটা বিস্মিত হয়েছিলেন জয়েস। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার স্বরূপে ফেরেন তিনি। শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, কী কারণে ওই ব্যক্তির লক্ষ্যে পরিণত হয়েছেন, তা তিনি জানেন না। এরপর মুখ ও জামা পরিষ্কার করে আবার মঞ্চে উঠে বক্তব্য দেন তিনি।
বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রসিকতা করেন জয়েস। তিনি বলেন, এই কেকটি কোন ফ্লেভারের ছিল, তা ঠাহর করতে পারেননি তিনি।
‘আমার কোনো ধারণাই নেই- আমি পাইয়ের (কেক) বেশি খাই না’, বলেন জয়েস।
‘এটা চাখার কোনো সুযোগ পাইনি। বেশির ভাগ অংশই আমার চশমায় লেপ্টানো হয়েছিল’, যোগ করেন জয়েস।