কলকাতার বিচারপতি কারনানের বাংলাদেশে আসার গুঞ্জন

Looks like you've blocked notifications!

গ্রেপ্তার এড়াতে সাজাপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান গা ঢাকা দিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তিনি আত্মগোপন করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অথবা নেপালে চলে গিয়ে থাকতে পারেন বলেও কারনানের ঘনিষ্ঠ ও আইনি উপদেষ্টা ডাব্লিউ পিটার রমেশ কুমার।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী পিটার রমেশ কিছু গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাই মহামান্য রাষ্ট্রপতি এই মামলাটি ন্যায়বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে স্থানান্তর করুন, যেমনটা কুলভূষণ যাদবের ক্ষেত্রে হয়েছে।’

‘আমরা পরবর্তী আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। ওই সময় পর্যন্ত কারনানের গা ঢাকা দিয়ে থাকাটা অত্যন্ত জরুরি। তবে আমরা মনে করি, একমাত্র রাষ্ট্রপতি যদি কারনানকে কাজে বহালের আশ্বাস দেন, তাহলেই কারনান দেশে ফিরতে পারেন।’

কারনান ঠিক কোন পথ দিয়ে বাংলাদেশ বা নেপাল গা ঢাকা দিয়েছেন, তা স্পষ্ট করেননি পিটার রমেশ।

এদিকে কারনানের ওপর থেকে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা তুলে নিতে সর্বোচ্চ আদালতে আবেদন করেছে আইনজীবী ম্যাথুস জে নেদুমপারা। বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর প্রথমে ম্যাথুসের কাছ থেকে সব কাগজপত্র দেখতে চান। এরপর তাঁকে যে কারনান নিযুক্ত করেছেন, তার প্রমাণও চান। এরপর প্রধান বিচারপতি কারনান কোথায় রয়েছেন, তা জানতে চান। উত্তরে নেদুমপারা বলেন, কারনান চেন্নাইতে রয়েছেন। 

গত ৯ এপ্রিল আদালত অবমাননার দায়ে সি এস কারনানকে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন ভারতের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশকে অবিলম্বে কারনানকে আটক করার নির্দেশ দেওয়া হয়। এর পর থেকেই নিখোঁজ হন তিনি।