নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক বাংলাদেশি।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে শহরটির বাংলাদেশ কনসাল জেনারেল শামীম আহসান ইউএনবিকে বিষয়টি জানিয়েছেন।
নিহত তিনজন হলেন শামসুল ইসলাম, আতাউর রহমান দুলাল ও রায়হান ইসলাম। তাঁদের মধ্যে আতাউর কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা। বাকি দুজনের বাড়ি কোথায়, তা জানা যায়নি।
তিনজনের মধ্যে শামসুল ও আতাউর ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় গাড়িচালক রায়হানের মৃত্যু হয়।
আহত ব্যক্তির নাম আল আমিন মোল্লা। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিউইয়র্কের উইনথ্রপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান বলেন, ‘আমি হতাহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় কনসাল জেনারেলের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। আমরা তাঁদের সাধ্যমতো সাহায্য করব। এ ছাড়া লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।’