জাকির নায়েককে নাগরিকত্ব দিল সৌদি আরব

Looks like you've blocked notifications!

ভারতের ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব সরকার। দ্য মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইন্টারপোলের হাতে থাকা জাকির নায়েকের গ্রেপ্তার এড়াতে সৌদি বাদশাহ সালমান তাঁর নাগরিত্বের বিষয়টির অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

গত বছর ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িতদের কয়েকজন জাকির নায়েকের অনুসারী ও তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পঞ্চাশোর্ধ্ব জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) প্রতিষ্ঠাতা। যেটিকে কিছুদিন আগে নিষিদ্ধ করা হয়েছে।

ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ গত নভেম্বরে জাকির নায়েক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করে।

সম্প্রতি দিল্লির উচ্চ আদালত অবিলম্বে আইআরএফকে নিষিদ্ধের সিদ্ধান্তকে সমর্থন করেন। এতে বলা হয়, এই সংগঠনটির সভাপতি ও অন্যান্য সদস্যরা ‘বেআইনি কাজের’ সঙ্গে যুক্ত।  

অবশ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন জাকির নায়েক।

এরই মধ্যে যুক্তরাজ্য, কানাডা ও মালয়েশিয়ায় জাকির নায়েকের বক্তব্যকে নিষিদ্ধ করা হয়েছে।