পরিবেশ নিয়ে শিশুরা বেশি সচেতন : ওবামা

Looks like you've blocked notifications!

পরিবেশ সংরক্ষণের মতো বিষয়গুলোতে প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে শিশুরা অনেক বেশি সচেতন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের দুই মেয়ে সাশা (১৩) ও মালিয়ার (১৬) প্রসঙ্গ টেনে ওবামা বলেন, ‘তারা কখনো বাকবিতণ্ডা করে না, যেমন—জলবায়ু পরিবর্তনের যে বিজ্ঞান, তা নিয়ে।’

ব্রিটিশ প্রকৃতিবিদ ডেভিড অ্যাটেনবরোকে সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। গত রোববার প্রকাশিত সাক্ষাৎকারটিতে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে হলে একটি বৈশ্বিক প্রচেষ্টার প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শেষ পর্যন্ত ওবামার অগ্রাধিকারের তালিকায় আছে জলবায়ু পরিবর্তন। তবে এ ইস্যুতে কাজ করতে গিয়ে কংগ্রেসে রিপাবলিকানদের পক্ষ থেকে বিভিন্ন বাধা মোকাবিলা করতে হচ্ছে বলে জানান তিনি।

২০১৪ সালে কার্বন নিঃসরণ সীমিত রাখার ব্যাপারে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি সইয়ের কথা উল্লেখ করেন ওবামা। ২০২৫ সাল থেকে এটি কার্যকর হবে। এ দুই দেশই বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ।

সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘যে গতিতে আমাদের এগোনো দরকার, আমরা তা করছি না। আপনার অনুষ্ঠানগুলো এবং যে বড় বড় কাজ আপনি করেছেন, সেগুলো দেখে আমি জেনেছি, এসব প্রতিবেশ একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্কিত।’

ওবামা বলেন, ‘যদি কেবল একটা দেশই সঠিক কাজটি করে, অন্যরা না করে, তাহলে আমরা কখনোই এ সমস্যার সমাধান করতে পারব না। এ সমস্যার সমাধানে আমাদের অবশ্যই বৈশ্বিক একটি সমাধান খুঁজে বের করতে হবে।’ প্রকৃতিবিদ অ্যাটেনবরোও সম্মত হন যে সমাধানটা বৈশ্বিকভাবেই করতে হবে।

এ সময় ডেভিড অ্যাটেনবরোর টেলিভিশন অনুষ্ঠানেরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

৮৯ বছর বয়সী অ্যাটেনবরো প্রয়াত চলচ্চিত্রকার ও অভিনেতা রিচার্ড অ্যাটেনবরোর ভাই। ৬০ বছর ধরে তিনি টেলিভিশন প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন। টিভিতে প্রকৃতির ইতিহাস নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিবিসি তাঁকে ‘গডফাদার’ আখ্যা দিয়েছে।