কারাগার ভেঙে পলানো বন্দীকে গুলি করে আটক

Looks like you've blocked notifications!
নিউইয়র্কের কারাগার ভেঙে পলাতক বন্দী ডেভিড সুইট। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিন সপ্তাহ ধরে চলা পলাতক বন্দী নাটকের অবসান হলো। অঙ্গরাজ্যটির কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ডেভিড সুইটকে (৩৫) স্থানীয় সময় রোববার গুলি করে আটক করেছে পুলিশ। আর এর দুদিন আগে তাঁর সঙ্গী রিচার্ড ম্যাটকে (৪৯) হত্যা করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, নিউইয়র্কের ড্যানমোরায় অবস্থিত ক্লিনটন সংশোধনাগার থেকে গত ৬ জুন ডেভিড সুইট ও রিচার্ড ম্যাট নিখোঁজ হন। এর পর থেকে তাঁদের খুঁজতে আইনশৃঙ্খলা রক্ষাকারী এক হাজার ৩০০ সদস্য উত্তর নিউইয়র্কের বন, বিলসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালাতে থাকে। এর পর গত শুক্রবার গুলি করে হত্যা করা হয় রিচার্ড ম্যাটকে। 

রোববার নিউইয়র্ক থেকে কানাডার কুইবেক সীমান্ত এলাকার দেড় মাইল আগে  সুইটকে  পাওয়া যায়। পরে গুলির পর নিউইয়র্কের কনস্টেবল শহরে বন্দী করা হয় তাঁকে।