গাভীর দুধ দোহন করছে যুক্তরাষ্ট্র : খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সৌদি আরবকে ‘গাভী’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই গাভীর দুধ দোহন করছে যুক্তরাষ্ট্র।
গতকাল শনিবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম খামেনিকে উদ্ধৃত করে বলেছে, সৌদি আরব নিজেদের সম্পদ নিয়ে ‘মুশরিক ও শত্রুর’ সঙ্গে ব্যবসা করছে।
খামেনি বলেন, ‘বুদ্ধিহীন সৌদি সরকার ভাবে, তারা শত্রুকে অর্থ দিয়ে বন্ধুত্বের দিকে আকৃষ্ট করবে।’
তিনি এর সঙ্গে আরো যোগ করেন, ‘ইসলামের ঘাঁটি সৌদি আরব মুমিনদের প্রতি নিষ্ঠুর, মুশরিকদের প্রতি দয়াশীল।’
গত সপ্তাহে সৌদি সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি করে সৌদি আরব।
সংবাদমাধ্যম জানায়, ইরানের অধিকাংশ জনগোষ্ঠী শিয়া আর সৌদি আরব সুন্নি অধ্যুষিত। তাই তারা সিরিয়া-ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যবিষয়ক নানা ইস্যুতে একে অপরের বিপক্ষে অবস্থান নেয়।