ওমরাহ করতে মক্কায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার

Looks like you've blocked notifications!
মক্কায় পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে আছেন ফরাসি ফুটবলার পল পগবা। ছবি : ইনস্টাগ্রাম

ওমরাহ পালনে মক্কায় অবস্থান করছেন তারকা ফুটবলার পল পগবা। গত গ্রীষ্ম মৌসুমে যুক্তরাজ্যের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ১১৪ মিলিয়ন ডলার দিয়ে ইতালির ক্লাব জুভেন্টাসের কাছ থেকে কিনে নেয়। এর আগে এত চড়া মূল্য কোনো ফুটবলারের জন্য পরিশোধ করা হয়নি।

স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেন ফরাসি এই ফুটবলার । ছবিটিতে পগবা সাদা জামা পরে পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে ছিলেন। ছবিতে তিনি লেখেন, ‘এটা আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।’ এ ছাড়া তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।

এর আগে পগবা একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাঁকে একটি সুটকেস নিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে পগবা বলেন, প্রার্থনা করতে যাচ্ছেন তিনি। এ ছাড়া ওমরাহ করার কথাও বলেন তিনি।

মুসলিমদের অন্যতম প্রধান ফরজ হজ পালনে এর আগে মক্কায় গিয়েছিলেন পগবা। আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকলে সব মুসলিমের ওপর হজ ফরজ।