বেঙ্গালুরুর রাস্তায় ভাসছে বিষাক্ত ফেনা, লাগলেই বিপদ

Looks like you've blocked notifications!
ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর বার্থুর হ্রদ থেকে শহরে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ফেনা। ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহর হঠাৎ ঢেকে গেল সাদা ফেনায়। দেখে মনে হয়, আকাশের মেঘ যেন নেমে এসেছে মাটিতে। তবে চোখজুড়ানো এ ফেনা কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। শরীরে লাগলে শুরু হচ্ছে চুলকানি। আর রয়েছে বিকট গন্ধও।  

শুভ্র ওই ফেনা তৈরি হয়েছে বেঙ্গালুরুর বার্থুর হ্রদে। বৃষ্টির ফলে হ্রদটিতে তৈরি হয়েছে এ ফেনা। বাতাসে সেগুলো উড়ে গিয়ে হ্রদের পার্শ্ববর্তী রাস্তায় ছড়িয়ে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ফেনা থেকে ভয়ানক দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধের পাশাপাশি এ ফেনা গায়ে লাগলে বেশ চুলকানিও হয়।

বেঙ্গালুরু শহরের কয়েকজন গবেষক জানান, পানির অতিরিক্ত প্রবাহের কারণেই এ ধরনের ফেনা তৈরি হচ্ছে। প্রত্যেক বর্ষাকালেই এমনটা হয়ে থাকে। 

দুর্গন্ধ আর চুলকানির জন্য পরিবেশবিদরা দায়ী করছেন হ্রদের পানিদূষণ ও কলকারখানা থেকে ফেলা রাসায়নিক দ্রব্যকে। 

এদিকে হ্রদ পরিষ্কারের জন্য গত শুক্রবার বৈঠক করে কর্ণাটক রাজ্য সরকার। কিন্তু আপাতত এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।