চীনের হেলিকপ্টারের ভারতীয় আকাশসীমা লঙ্ঘন

Looks like you've blocked notifications!
ভারতের উত্তরাখন্ড রাজ্যের বারাহাটিতে চীনের একটি হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রতীকী ছবিটি এএফপির

সন্দেহভাজন চীনা হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করে ভারতের উত্তরাখন্ড রাজ্যের চামোলি জেলায় ঢুকে পড়েছে। স্থানীয় পুলিশ দপ্তর থেকে রোববার এ তথ্য জানানো হয়।

স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা তৃপ্তি ভাট সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানান, হেলিকপ্টারটি চীনের তিব্বতের দিক থেকে চামোলির বারাহাটির আকাশে ঢুকে পড়ে। চার মিনিট পর আবার এটি চীনের দিকে ফিরে যায়। স্থানীয় সময় শনিবার ৯টা ১৪ মিনিটে এ ঘটনা ঘটে।

তবে হেলিকপ্টারটি যে চীনেই ছিল, তা নিশ্চিত করে বলতে রাজি হননি। তবে তৃপ্তি এটা পরিষ্কার করেই বলেছেন, হেলিকপ্টারটি মোটেও সামরিক ছিল না।

তৃপ্তি ভাট বলেন, ‘যাই হোক, এটা আকাশসীমা লঙ্ঘন। এটা ভারতে ভূখণ্ডে কোনো প্রকার পূর্বানুমতি ব্যতীতই ঢুকে পড়েছে।’

তৃপ্তি আরো জানান, স্থানীয় গোয়েন্দা ইউনিট (এলআইইউ) একে আকাশসীমা লঙ্ঘন হিসেবেই চিহ্নিত করেছে। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশও বিষয়টি সম্পর্কে সতর্ক ছিল।

এর আগেও চীনের সৈন্যরা বেশ কয়েকবার বারাহাটিতে ভারতীয় সীমা লঙ্ঘন করেছে। উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা জানান, তাঁর দুই বছরের শাসনামলে চীনা সৈন্যরা ৩৫ বার বারাহাটিতে অবৈধভাবে প্রবেশ করেছে।