দুবাইয়ে সবুজ উড়াল সেতু!

Looks like you've blocked notifications!
দুবাইয়ের সবুজ উড়াল সেতু। ছবি : খালিজ টাইমস

দুবাই শহরকে খোলনলচে বদলে দিতে ‘পাম জুমেইরাহ’ নামে একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের প্রথম চমক হিসেবে নির্মাণ করা হয়েছে ‘সবুজ উড়াল সেতু’।

চার হাজার বর্গমিটার দৈর্ঘ্যের এই সেতুর নাম জাবেল সারে। নিচ থেকে দেখলে একে আপনি গাছতলা ভেবে ভুল করতে পারেন। সেতুটির স্তম্ভগুলো গাছের গুঁড়ির মতো করে বানানো হয়েছে। আর নিচের অংশে কৃত্রিম উপায়ে লাগানো হয়েছে ছোট ছোট গাছ।

‘ব্র্যান্ড দুবাই’ ও ‘নাখিল’ নামে দুটি প্রতিষ্ঠান মিলে এ প্রকল্প বাস্তবায়ন করবে। ব্র্যান্ড দুবাইয়ের পরিচালক মাইথা বুহুমাইদ বলেন, ‘দুটি প্রতিষ্ঠানই এ অংশীদারিত্বে সমান দক্ষতাসম্পন্ন। এ দুই শক্তি কাজে লাগিয়ে দুবাইয়ের শৈল্পিক ও সাংস্কৃতিক উৎকর্ষ সাধনের ব্যাপক সুযোগ রয়েছে আমাদের।’

নাখিলের চেয়ারম্যান আলি রশিদ লুথ বলেন, ‘ব্র্যান্ড দুবাই এখন পর্যন্ত আমাদের শহরের সৃজনশীল, উদ্ভাবনী ও অগ্রসর চিন্তার অন্যতম উদাহরণ। আমরা এই পাম জুমেইরাহ প্রকল্পের অংশ হতে পেরে সত্যিই গর্বিত। এই কাজ স্থানীয় বাসিন্দা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের অতিথি ও পর্যটকদের আকৃষ্ট করবে।’