নিজ নামে মন্দির নির্মাণ বন্ধের আহ্বান মোদির
ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলার কোঠারিয়া গ্রামে নিজ নামে মন্দির নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার কয়েকটি টুইটার-বার্তায় তিনি এ আহ্বান জানান।
বিবিসির খবরে বলা হয়, টুইটারে দেওয়া তিনটি বার্তায় জন্মভূমিতে মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন মোদি। তিনি এ ধরনের কাজকে ভারতের ঐতিহ্যের বিরোধী বলে মন্তব্য করেছেন।
এক টুইটার-বার্তায় মোদি বলেন, ‘আমার নামে মন্দির তৈরির খবর দেখেছি। এটি আমাকে মর্মাহত করেছে।’
ভক্তদের উদ্দেশে লেখা অপর এক টুইটে মোদি বলেন, ‘তোমাদের সময় ও সম্পদ থাকলে তা স্বচ্ছ ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নের কাজে ব্যয় কর।’
এর আগে মোদির সাড়ে ৩০০ ভক্ত চাঁদা তুলে গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদের ২১০ কিলোমিটার দূরের গ্রামটিতে গম্বুজবিশিষ্ট মন্দিরটি নির্মাণ করে। শুরুতে তাঁরা এটিতে মোদির একটি ছবি রাখেন। পরবর্তী সময়ে এক লাখ ৭০ হাজার রুপি খরচ করে মোদির একটি মূর্তি তৈরি করে মন্দিরে স্থাপন করা হয়। আগামী রোববার এটি উদ্বোধন হওয়ার কথা আছে।
মন্দির নির্মাণ প্রসঙ্গে মোদিভক্ত রমেশ উন্ধাদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মোদি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে গুজরাটের সব কিছু ভালো হচ্ছে। আমরা তাঁকে ঈশ্বরের অবতার মনে করছি।’
গত বছরের মে মাসে হিন্দু জাতীয়তবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০০১ সাল থেকে টানা তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
ভারতে রাজনীতিবিদদের উৎসর্গ করে মন্দির তৈরির ঘটনা নতুন নয়। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ এনটি রামা রাওয়ের স্মরণে মন্দির নির্মাণ করা হয়। গত জানুয়ারিতে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর মূর্তি স্থাপন করে দক্ষিণ ভারতে একটি মন্দির উদ্বোধন করা হয়।