ইরানে পার্লামেন্ট ও সমাধিতে হামলায় নিহত ১২
ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ও সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিতে বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছে।
স্থানীয় সময় বুধবার এই হামলা চালানো হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার সকালে চার সশস্ত্র বন্দুকধারী পার্লামেন্ট ভবনে হামলা চালায়। অন্যদিকে রুহুল্লাহ খোমেনির বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় চালায় এক নারী।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়, পার্লামেন্ট ভবনে হামলাকারীদের একজন চতুর্থ তলায় নিজেকে বোমায় উড়িয়ে দেয়।
দেশটির পার্লামেন্টের আইনপ্রণেতা ইলিয়াস হজরতি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, তিন বন্দুকধারী পার্লামেন্ট ভবনে হামলা চালায়, যাদের একজনের হাতে পিস্তল ও দুজনের কাছে একে-৪৭ রাইফেল ছিল।
পার্লামেন্টের একজন আইনপ্রণেতার বরাত দিয়ে সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, পার্লামেন্টে সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ভবনের প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা আলজাজিরার প্রতিনিধি অ্যান্ড্রু সিমন্স বলেন, ‘হামলার পর রাজধানীর রাস্তায় এই মুহূর্তে একধরনের আতঙ্ক বিরাজ করছে। পার্লামেন্টের ভেতর শোরগোল শোনা গেছে।’
‘হামলাগুলো সমন্বিতভাবে হওয়ার আশঙ্কা অনেক বেশি। একটা হামলার কয়েক মিনিটের মধ্যেই আরেক হামলা কাকতালীয় হওয়ার কথা নয়।’