কাতারের পাশে তুরস্ক

Looks like you've blocked notifications!
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : রয়টার্স

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাতারের ওপর থেকে সব ধরনের অবরোধ তুলে নেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। কাতারে তুরস্কের সেনা পাঠানোর ব্যাপারটি অনুমোদন দেওয়ার পর তিনি এ আহ্বান জানান।

কাতারকে এক ঘরে রাখা কোনো আঞ্চলিক সমস্যা সমাধানের পথ হতে পারে না উল্লেখ করে এরদোয়ান কাতার সংকট নিরসনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের কাতারের ভাইদের তো আর ত্যাগ করতে পারি না। আমি সৌদি প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা উপসাগরীয় অঞ্চলের বড় ও ক্ষমতাসীন দেশ। আমরা আপনাদের পবিত্র জায়গার (মক্কা ও মদিনার) রক্ষাকর্তা বলি। আপনাদের ব্রাদারহুডের জন্য বিশেষভাবে কাজ করা উচিত, শত্রুতা নয়। আপনারা ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার জন্য কাজ করবেন। সৌদির কাছে কি আমরা এই চেয়েছিলাম?’

স্থানীয় সময় শুক্রবার ইস্তাম্বুলে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক ইফতার অনুষ্ঠানে এরদোয়ান এসব কথা বলেন।   

গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) পরিবারের সব সদস্য হতাশ উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‘আমরা আলাদা হতে চাই না।’ ‘আমি বলছি, এটা (নিষেধাজ্ঞা) পুরোপুরি তুলে নেওয়া উচিত।’

৫৯ ব্যক্তি ও ১২ প্রতিষ্ঠান ‘সন্ত্রাসীদের সমর্থক’ হিসেবে চিহ্নিত করে সৌদি যে তালিকা প্রকাশ করেছে, তা প্রত্যাখ্যান করে এরদোয়ান বলেন, ‘সেখানে (কাতার) তেমন কিছু নেই। আমি তো তাদের চিনি।’

কাতারের সঙ্গে ভালো সম্পর্ক রাখাকে অনেকে ভালো চোখে দেখবে না উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘এখানে অনেকেই আছে, যাঁরা কাতারি ভাইদের পক্ষে দাঁড়ানোয় আমাদের সঙ্গে থাকতে ইতস্তত করবেন। তাঁদের খাদ্য সহায়তা দেওয়াটাকেও ভালোভাবে নেবে না। আমি দুঃখিত, কাতারকে আমরা এ ধরনের সহায়তা দেওয়া অব্যাহত রাখব।’

এরদোয়ান আরো বলেন, ‘আমি কখনো দোহাকে সন্ত্রাসীদের সমর্থন করতে দেখিনি।’