শর্ট প্যান্টে মানা, স্কার্ট পরছেন চালকরা!

Looks like you've blocked notifications!
ফ্রান্সে শর্ট প্যান্ট পরায় নিষেধাজ্ঞা থাকায় একটি এলাকার চালকরা স্কার্ট পড়ে গাড়ি চালাচ্ছেন। ছবি : প্রেস ওশান

তীব্র গরমে অতিষ্ঠ ফ্রান্সের জনজীবন। চলতি সপ্তাহে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখেছে ফরাসিরা। পরিস্থিতি বিবেচনায় দেশটির আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের ‘অতি সতর্ক’ হয়ে চলার নির্দেশ দিয়েছে। কিন্তু এমন বাস্তবতায়ও শর্ট প্যান্ট পরার সুযোগ নেই ফ্রান্সের গাড়িচালকদের। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর উপায় হিসেবে স্কার্ট পরছেন তাঁরা। 

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর নচে বাসচালকদের সংগঠন সিএফটিডি ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, অসহনীয় এই তাপমাত্রায় বর্তমান পোশাক (ফুল প্যান্ট) পরে গাড়ি চালানো যুক্তিযুক্ত নয়। এমন মুহূর্তে তাঁরা নারীদের দেখে ঈর্ষান্বিত।

স্থানীয় সংবাদমাধ্যম প্রেস ওশানকে এক চালক বলেন, ‘কোম্পানিতে (বাসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান) বৈধ হওয়ায় আমরা স্কার্ট পরছি।’

সিএফটিডি ইউনিয়নের কর্মকর্তা গ্যাব্রিয়েল ম্যাগনার বলেন, ‘এটা একধরনের বৈষম্য। নারী চালকরা স্কার্ট পরতে পারেন, তবে পুরুষরা সেটা পারেন না।’

‘এই দাবদাহে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা আমাদের গাড়ির কাচে অনুভূত হচ্ছে।’

সেমিতান নামের ওই বাস কোম্পানি গত বছর গ্রীষ্মকালে হাল্কা প্যান্ট অনুমোদন করে। তবে শর্ট পরার অনুমতি দেয়নি প্রতিষ্ঠানটি।