লন্ডনে মসজিদে হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত
যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ফিনসবুরি পার্কে মসজিদের কাছে হামলায় নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। মকরম আলী নামের ওই ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত।
পরিচয় প্রকাশের পর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র বলেন, ময়নাতদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, ‘বেশ কিছু আঘাতে’ মৃত্যু হয়েছে ৫১ বছর বয়সী মকরম আলীর। আঘাতজনিত মৃত্যু বিশেষজ্ঞের পরবর্তী অনুসন্ধানে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওই মুখপাত্র আরো বলেন, হামলার খবর পাওয়ার পর আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ১টা ৪ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় সময় রোববার নামাজ পড়ে বের হওয়ার সময় মুসল্লিদের ওপর গাড়ি উঠিয়ে দেন এক ব্যক্তি। এতে মকরম আলী নিহত হন। আহত হন আরো ১১ জন।
১০ বছর বয়সে বাংলাদেশ থেকে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যান মকরম আলী। ওই ব্যক্তির চার মেয়ে ও দুই ছেলে ছিল। তিনি দুজনের নানাও হন।
ফিনসবুরি পার্ক মসজিদে নিয়মিত নামাজ পড়তেন মকরম। তিনি নাতিকে সঙ্গে নিয়ে স্থানীয় পার্কে ঘোরাঘুরি করতে পছন্দ করতেন।
বৃহস্পতিবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্রেসিদা ডিক ও জ্যেষ্ঠ তদন্তকারীর সঙ্গে দেখা করেন মকরম আলীর আত্মীয়রা। তাঁরা পুলিশ কর্মকর্তাদের জানান, পারিবারিক অবকাশে কানাডায় যাওয়ার কথা ছিল মকরমের।