মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে কাল ঈদ

Looks like you've blocked notifications!

দেশে দেশে শুরু হয়েছে ঈদের চাঁদ দেখার উৎসব। কয়েকটি দেশে এরই মধ্যে উঁকি দিয়েছে খুশির এই চাঁদ। সে অনুযায়ী দেশগুলোতে আগামীকাল রোববার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

ঈদুল ফিতর উদযাপনের খবর জানিয়েছে ‘ইসলামিক কাউন্সিল অব নর্থ আমেরিকা’। তাদের তথ্য অনুযায়ী স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করা হবে। এ ছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও ব্রুনাইতে ঈদের চাঁদ দেখা গেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সুইডেন ও জার্মানিতে চাঁদ দেখার খবর পাওয়া গেছে।

চলতি বছর রমজান মাস ২৯ দিনেই শেষ হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের অনুমান সত্যি হলে আজ চাঁদ দেখা যাবে মধ্য প্রাচ্যের এ দেশটিতেও।

এদিকে সৌদি আরবের পরদিন সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে অনুযায়ী সৌদি আরবে আজ চাঁদ দেখা গেলে সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।