লন্ডনে আবারও ভবনে আগুন

Looks like you've blocked notifications!
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বেথনাল গ্রিন আবাসিক এলাকায় একটি ভবনে আগুন লাগে। ছবি : বিবিসি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বেথনাল গ্রিন আবাসিক এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে লন্ডন ফায়ার সার্ভিসের ৭২ কর্মী কাজ করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরটির টুরিন স্ট্রিটের ওই বাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পর পরই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় তারা ।

এদিকে ওই ভবন থেকে সবাইকে বের করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।  ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অসুস্থ হয়ে পড়ায় একজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মী বিবিসিকে জানান, চারতালা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি।  
 
আগুন লাগার পর থেকে টুরিন স্ট্রিট বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।