ভারতে তৈরি রাইফেল ভারতেই বাতিল

Looks like you've blocked notifications!
নিম্নমান ও ত্রুটিযুক্ত হওয়ায় ভারতে তৈরি ইনসাস রাইফেল ব্যবহার করবে না বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

নিম্নমান ও ত্রুটিযুক্ত হওয়ায় ভারতে তৈরি ইনসাস রাইফেল ব্যবহার বাতিল করেছে দেশটির সেনাবাহিনী।
 
গত সপ্তাহে রাইফেলটি মান পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের বারাকপুরের ইশাপুর কারখানায় উৎপাদন করা হয় ওই রাইফেল।

ভারতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, রাইফেলটি নির্মাণে প্রচুর ভুল রয়েছে। এ ছাড়া সেটির ম্যাগাজিনের নকশা নতুন করে করতে হবে।

ইনসাস রাইফেলটি থেকে গুলি চালানোর সময় বেশি মাত্রায় আগুনের ঝলকানি ও শব্দ সৃষ্টি হচ্ছে। এটির নির্ভরযোগ্যতা বাড়াতে আরো গবেষণার প্রয়োজন বলে মনে করছে সেনাবাহিনী।  

রাইফেল বাতিলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে  আগামীকাল রোববার একটি বৈঠকে বসতে যাচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে উপস্থিত থাকবেন দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সশস্ত্র বাহিনীতে ব্যবহৃত রাইফেলের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা করা হবে।

এর আগে গত বছর মানসম্মত না হওয়ায় ভারতে তৈরি আরো একটি রাইফেল বাতিলের সিদ্ধান্ত নেয় দেশটির সেনাবাহিনী।