ব্রিটেনে ঈদের নামাজ শেষে মুসল্লিদের ওপর গাড়ি উঠে আহত ৬

Looks like you've blocked notifications!
যুক্তরাজ্যের নিউক্যাসেল শহরে ঈদের নামাজ পড়ে ফেরার পথে মুসল্লিদের ওপর গাড়ি উঠে আহত হয়েছে কমপক্ষে ছয়জন। ছবি : বিবিসি

যুক্তরাজ্যের নিউক্যাসেল শহরে ঈদের নামাজ পড়ে ফেরার পথে মুসল্লিদের ওপর গাড়ি উঠে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে শহরের ওয়েস্টগেট স্পোর্টস সেন্টারের বাইরে এ ঘটনা ঘটে।

আহতদের রয়েল ভিক্টোরিয়া ইনফার্মারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায়  ৪২ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই নারী ঈদের নামাজ শেষে গাড়িতে করে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে লোকজনের ওপর গাড়ি তুলে দেন।