সিকিম সীমান্তে ভারত ও চীনের সেনা সদস্যদের ধাক্কাধাক্কি

Looks like you've blocked notifications!

আবারও সীমান্ত অতিক্রম করে ভারতের প্রবেশ করল চীনের সেনাবাহিনী। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। শুধু তাই নয় ওই সময় ভারতীয় সেনাদের দুটি বাঙ্কার ধ্বংস করারও অভিযোগ উঠেছে।

চীন-ভারত সীমান্তে সিকিমের দো কা লা অঞ্চলে এই ঘটনা ঘটেছে।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যরা সীমান্ত অতিক্রম করার সময় ভারতের সেনাবাহিনী তাদের ঠেকানোর চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) মানবপ্রাচীরও তৈরি করে ভারতীয় সেনারা। সে সময় দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তাদের মধ্য থেকে কিছু ব্যক্তি এই ঘটনা ভিডিও করে ও ছবি তোলে।

চীনের সেনা সদস্যরা শুধু সিকিমে প্রবেশই করেনি, সেখানে কৈলাশ মানসোভার তীর্থযাত্রার প্রস্তুতকারীদের কাজও বন্ধ করে দেয়।

প্রতিবেদনের আরো বলা হয়, এই ঘটনার পর দুই দেশের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে গত ২০ জুন পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তারপরও বিষয়টি নিয়ে উদ্বেগ কাটেনি।

চীনের সেনাবাহিনীর ভারতে প্রবেশের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০০৮ সালেও ওই সীমান্ত এলাকায় প্রবেশ করে ভারতীয় সেনাবাহিনীর কিছু অস্থায়ী বাঙ্কার ধ্বংস করে চীনের সৈন্যরা।