কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত নারী

Looks like you've blocked notifications!

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের অনন্তনাগে সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে এক নারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সকালে এই ঘটনা ঘটে।

সন্ত্রাসীরা একটি বাড়িতে লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

‘একটি বাড়িতে সন্ত্রাসীদের লুকিয়ে থাকার খবর শুনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাটপোরা গ্রামে অভিযান চালায়। এ সময় তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালায়। বন্দুকযুদ্ধ চলাকালে এক নারী আহত  হন এবং পরবর্তী সময়ে তাঁর মৃত্যু হয়’, বলেছে পুলিশ।

রাজ্য সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, গুলিতে আহত তাহিরা (৪৪) নামের ওই নারীকে জেলা হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু তাঁকে শেষ রক্ষা করা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, কাশ্মীরে পুলিশ কর্মকর্তা ফিরোজ আহমেদ দার হত্যার অন্যতম হোতা হিসেবে ধারণা করা লস্কর-ই-তৈয়্যবার শীর্ষ এক সন্ত্রাসীর উপস্থিতি টের পেয়ে আজ সকালে ব্রেন্টি-বাটপোরায় অভিযান চালানো হয়। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকা ঘিরে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, একটি বাড়িতে এক সন্ত্রাসী বেসামরিক নাগরিকদের মানববর্ম হিসেবে ব্যবহার করে প্রকাশ্যে গুলি চালাচ্ছিল। এর পরই বন্দুকযুদ্ধ শুরু হয়।