গর্তে ‘দানবাকৃতির’ কাঁকড়া, ভিডিও দেখল লাখো মানুষ
সাগরতীরের গর্তে দানবাকৃতির কাঁকড়া। আর সেই গর্তে ঢুকে কাঁকড়া ধরছেন বু গ্রিভস নামে অস্ট্রেলিয়ায় এক বন্য প্রাণীপ্রেমী।
এই কাঁকড়া ধরার ভিডিওটি তিনি আবার ফেসবুকে পোস্ট করেছিলেন। এরই মধ্যে ভিডিওটি ১০ লাখের বেশি মানুষ দেখেছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আবাসিক এলাকার সাগরতীরে করা ওই ভিডিওটিতে দেখা যায়, বু গ্রিভস একটি চিকন লাঠি নিয়ে একটি গর্তের ভেতরে প্রবেশ করান। এরপর মাথায় হ্যাট পরে আস্তে আস্তে ওই সরু গর্তে ঢুকছেন। এভাবে তিনি শরীরের প্রায় পুরো অংশ গর্তে ঢোকান। বাইরে শুধু পা দুটি দেখা যাচ্ছিল তাঁর। এভাবে কিছুক্ষণ সেখানে থাকার পর তিনি একটি ‘দানবাকৃতির’ কাঁকড়া হাতে নিয়ে বাইরে এলেন।
ফেসবুকে ভিডিওটি পোস্ট করে গ্রিভস লেখেন, ‘কাঁকড়াটি আমাকে দুবার কামড় দিয়েছে, আমি একটি আঙুল হারাতে বসেছিলাম। একপর্যায়ে কাঁকড়াটি আমার কব্জি কামড়ে ধরে। ওর চোয়ালের জোরে আমার কব্জি প্রায় ভেঙে যাচ্ছিল।’
বু গ্রিভসের ফেসবুকে দেওয়া ওই ভিডিওটি গত ২৬ জুন পর্যন্ত অন্তত ১০ লাখ মানুষ দেখেছে, ১২ হাজার মানুষ মতামত দিয়েছে এবং শেয়ার করেছে আট হাজার ৪০০ জন।
ফেসবুকে একজন মন্তব্য করেন, ‘গর্তে প্রবেশের সময় আপনার হ্যাট থাকাটা ভালো লেগেছে।’