ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট কারামুক্ত

দুর্নীতির মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।
স্থানীয় সময় রোববার ভোরে তেল আবিবের মাসিয়াহু কারাগার থেকে মুক্তি পান ওলমার্ট।
ইসরায়েলের কারা বিভাগের মুখপাত্র আসাফ লিবারতি বলেন, দুর্নীতির দায়ে সাজার এক-তৃতীয়াংশ খেটে কারামুক্ত হন এহুদ ওলমার্ট।
গত বৃহস্পতিবার প্যারোল বোর্ড ওলমার্টকে আগাম মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে এর বিরুদ্ধে কোনো আপিল করেননি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন ওলমার্ট। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তাঁকে ২৭ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এর পর থেকে তিনি কারাবন্দি ছিলেন।
৭১ বছর বয়সী ওলমার্টকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন মনে করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে অ্যানাপোলিস সম্মেলনের মাধ্যমে শান্তি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করায় আন্তর্জাতিকভাবে প্রশংসা পান তিনি।