গ্রিসকে ৪৮ ঘণ্টা সময় দিল ইউরোজোন
ঋণদাতাদের কাছে নতুন প্রস্তাব দিতে গ্রিসকে বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ইউরোজোন। একই সঙ্গে আগামী রোববার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন ডাকা হয়েছে।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, ইউরোজোনের ইতিহাসে এটাই সবচেয়ে কঠিন সময়। বেলিজিয়ামের ব্রাসেলসে জরুরি বৈঠক শেষে তিনি বলেন, ‘এ সপ্তাহেই বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে।’
ইউরোজোনের আশা, আজ মঙ্গলবারের মধ্যে গ্রিস নতুন পরিকল্পনা হাজির করবে।
বিবিসি জানিয়েছে, আগামী রোববার ইউরোপীয় ইউনিয়নের ২৮ সদস্য দেশ বৈঠকে উপস্থিত থাকবে। গ্রিসের নতুন প্রস্তাব নিয়ে ইউরোজোনের অর্থমন্ত্রীরা আলোচনা করবেন।
ব্রাসেলসে গ্রিসকে আলটিমেটাম দেওয়া হয়েছে : হয় একটি চুক্তি হবে অথবা গ্রিস ও এর ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়বে।
মঙ্গলবার রাতে ব্রাসেলসে সংবাদ সম্মেলনে ডোনাল্ড টাস্ক বলেন, গ্রিস দেউলিয়া হলে এবং গ্রিক ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়লে পুরো ইউরোপেই এর প্রভাব পড়বে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ‘এটা কেবল গ্রিসের সমস্যা নয়, ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যতের সমস্যা।’
এরই মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেন, তিনি সামাজিকভাবে ন্যায় ও অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য চুক্তি চান। তিনি বলেন, ‘প্রক্রিয়া হবে খুব দ্রুত। এ সপ্তাহের শেষ নাগাদ সিদ্ধান্তে উপনীত হতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কাজ শুরু হচ্ছে।’
বুধবার ফ্রান্সের স্ট্রসবার্গে ইউরোপিয়ান পার্লামেন্টে সিপ্রাস বক্তব্য রাখবেন। এরই মধ্যে গ্রিসের সব ব্যাংক বন্ধ রয়েছে, এটিএম বুথ থেকেও নগদ অর্থ ফুরিয়ে যাচ্ছে। ঋণদাতাদের শর্তের ওপর গণভোটের পর পদত্যাগ করেন অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস। নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইউক্লিড সাকালোটস।