ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার নিখোঁজ

Looks like you've blocked notifications!

ভারতের অরুণাচল প্রদেশের কাছে তিন সদস্যকে নিয়ে নিখোঁজ হয়েছে বায়ুসেনার একটি হেলিকপ্টার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলার সাংলির কাছে নিখোঁজ হয় হেলিকপ্টারটি।

অরুণাচল প্রদেশের সাংলিতে বন্যাদুর্গতদের উদ্ধার করতে ভারতীয় বায়ুসেনার ওই হেলিকপ্টারটিকে পাঠানো হয়েছিল। অরুণাচলের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে ভারি বর্ষণের ফলে মাটি ধসে আটকে পড়া মানুষের জন্য ত্রাণ ও উদ্ধারের কাজে নিয়োজিত ছিল ওই হেলিকপ্টার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সম্বিত ঘোষ জানান,  মঙ্গলবার বিকেল পৌনে ৪টা নাগাদ বায়ুসেনার অ্যাডভান্সড ল্যান্ডিং হেলিকপ্টারটি সাংলির পিলুপুটু থেকে রওনা দিয়েছিল। গন্তব্য ছিল নাহারলাগুন। উড়াল দেওয়ার ১৫ মিনিটের মধ্যে হেলিকপ্টারটি রাডারের নজরদারির বাইরে চলে যায়।

এরই মধ্যে হেলিকপ্টারটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। তল্লাশির কাজে নজর রাখছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু।