শিবসেনার দাবি

জঙ্গিদের সামলাতে পারবে গোরক্ষকরাই, মোদি ব্যর্থ

Looks like you've blocked notifications!
ভারতের কেন্দ্রীয় শাসক জোটের অন্যতম শরিক দল শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে। ছবি : সংগৃহীত

বিজেপির অন্যতম শরিক দল শিবসেনা কাশ্মীরে জঙ্গিদের সামলাতে গোরক্ষকরাই যথেষ্ট বলে মন্তব্য করেছে। একইসঙ্গে অনন্তনাগে অমরনাথের তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী মোদিকে নাম উল্লেখ না করে ‘সরকার ব্যর্থ’ বলে আখ্যা দিয়েছে।

ভারতের কেন্দ্রীয় শাসক জোটের অন্যতম শরিক দল শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, ‘জঙ্গিদের সামলাতে কাশ্মীরে গোরক্ষকদের কেন পাঠানো হচ্ছে না? তিনি বলেন, ভারতের সরকার অমরনাথ যাত্রীদের রক্ষা করতে ব্যর্থ।’

উদ্ধব ঠাকরে মোদির নাম উল্লেখ না করে কটাক্ষ করে বলেন, ‘ভারতের মাটিতে জঙ্গিদের হামলা কি তাহলে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো দেশ এসে সামলাবে? এরপর তিনি মোদির উদ্দেশে বলেন, নরেন্দ্র মোদি গোরক্ষকদের কুকীর্তি আড়াল করতেই বেশি ব্যস্ত।’

উদ্ধব ঠাকরে বিদ্রুপ করে আরো বলেন, ‘জঙ্গিদের কাছে যদি বন্দুক না থেকে ব্যাগের মধ্যে গোমাংস থাকত তাহলে তারা কেউই বেঁচে ফিরতে পারত না।’

বিজেপির অস্বস্তি বাড়িয়ে ঠাকরে বলেন, ‘কংগ্রেস জমানায় অমরনাথ যাত্রা অনেক বেশি সুরক্ষিত ছিল।’

উদ্ধব ঠাকরের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদ্রুপ করেন শিবসেনার অপর এক নেতা সঞ্জয় রাউতও। তিনি মোদিকে খোঁচা দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী তো বলেছিলেন নোট বাতিলের প্রভাব কাশ্মীরের জঙ্গিদের ওপর পড়বে। কিন্ত বাস্তবে তো তার কোনো প্রতিফলনই ঘটছে না। এমনকি সার্জিক্যাল স্ট্রাইকেরও কোনো প্রভাব দেখা গেল না।’