পুতিনের সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে : ট্রাম্প

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে তাঁর বেশ ভালো লেগেছে।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে জার্মানির হামবুর্গে ‘জি২০’ সম্মেলনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন। বৈঠকের পর ট্রাম্প সংবাদমাধ্যম ‘ক্রিস্টিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তবে সাক্ষাৎকারটি কখন ও কোথায় নেওয়া হয়েছে, বিবিসির প্রতিবেদনে তা উল্লেখ নেই।

এ সময় ট্রাম্প আরো জানান, পুতিন হয়তো চেয়েছিলেন হিলারি ক্লিনটন হোয়াইট হাউসে প্রেসিডেন্টের আসন অলংকৃত করুক।

রাশিয়া ট্রাম্পকে নির্বাচিত হতে সহায়তা করেছে, এ বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ তদন্তাধীন রয়েছে।

যদিও ট্রাম্প ও রাশিয়া বরাবরই এ হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে আসছে।

পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘লোকজন বলে, ওহ, তাঁদের সাক্ষাৎ করা উচিত নয়। কোন মানুষ এসব কথা বলে? আমি মনে করি, আমাদের দুজনেরই দেখা করে বেশ ভালো লেগেছে।’

‘আমরা (যুক্তরাষ্ট্র) পরমাণু শক্তিতে বেশ বলীয়ান এবং তাঁরাও। তাই তাঁদের সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখতে না চাওয়ার কোনো মানে হয় না।’

ট্রাম্প এ সময় পুতিনের সহযোগিতার উদাহরণস্বরূপ সিরিয়ায় যুদ্ধবিরতির ঐকমত্যের কথা তুলে ধরেন।

অভিযোগ রয়েছে, ট্রাম্পকে জেতাতে রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। তবে সাক্ষাৎকারে ট্রাম্প সেই অভিযোগে জল ঢেলে দিয়ে কিছুটা প্রশমিত করার চেষ্টা করেন।

ট্রাম্প বলেন, ‘রাশিয়া চেয়েছিল তার প্রতিপক্ষ হিলারি ক্লিনটন নির্বাচিত হোক। কেন তারা হিলারিকে চেয়েছিল? কারণ, হিলারি নির্বাচিত হলে আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে যেত।’