৩৮ বছরের অপেক্ষা, অবশেষে কোলে এলো সন্তান

Looks like you've blocked notifications!
সন্তান ও স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আলবানি শহরের বাসিন্দা আকোসুয়া বুদু আমোয়াকো। ছবি : এপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলবানি শহরে বাসিন্দা আকোসুয়া বুদু আমোয়াকো। ৫৯ বছরের এই নারীর কোলে সম্প্রতি এসেছে একটি সন্তান। এটি তাঁর প্রথম সন্তান। আর ওই নারীর বক্তব্য, প্রায় ৩৮ বছর চেষ্টার পর ওই সন্তান তাঁর গর্ভে আসে। 

সম্প্রতি বেলিভিউ ওম্যান্স সেন্টার নামে নিউ ইয়র্কের একটি হাসপাতালে জন্ম নেয় ওই শিশুটি। জন্মের সময় তার ওজন ছিল সাত পাউন্ড চার আউন্স। সন্তান ধারণ ক্ষমতার জন্য উর্বরতা বৃদ্ধির চিকিৎসা নেন তিনি। 

আমোয়াকো বিবাহিত জীবন ৩৮ বছর। বিয়ের পর থেকেই সন্তান ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এতেও সন্তান না হওয়ায়, শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন তাঁরা। 

২০১৬ সালে উর্বরতার চিকিৎসা নেওয়ার পর ঘানার এক ৬০ বছর বয়সী নারী তিন সন্তানের জন্ম দেন। এ খবর পাওয়ার পর উর্বরতার চিকিৎসা নেন আমোয়াকো। এরপর তাঁর স্বামীর শুক্রাণু ও আরেক নারীর ডিম্বাণু নিয়ে গর্ভে সন্তান ধারণ করেন তিনি। 

এদিকে জন্মের পর মা-শিশু দুজনই সুস্থ রয়েছেন। শিশুটির নাম রাখা হয়েছে ইসাইয়াহ সোমুয়াহ আনিম।