নতুন ঋণ প্রস্তাবে সমর্থন দিয়েছে গ্রিসের পার্লামেন্ট
তৃতীয় দফা ঋণসুবিধা পেতে ইউরো অঞ্চলের কাছে দেওয়া নতুন প্রস্তাবে সমর্থন দিয়েছে গ্রিসের পার্লামেন্ট। ৩০০ সদস্যের মধ্যে প্রস্তাবটির পক্ষে ২৫১ ভোট পড়ে। বিপক্ষে ভোট দেন ৩২ জন সদস্য। আর ভোট দানে বিরত থাকেন আটজন।
আজ শনিবার পার্লামেন্টে এ সমর্থনের মাধ্যমে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে প্রস্তাবগুলো নিয়ে ঋণদাতাদের সঙ্গে আলোচনার ক্ষমতাও দেওয়া হলো। নতুন প্রস্তাবে ইউরো অঞ্চলের কাছে পাঁচ হাজার ৩৫০ কোটি ইউরোর নতুন ঋণ সহায়তা চাওয়া হয়েছে। আগামী রোববার এ নিয়ে ব্রাসেলসসে আলোচনা শুরু হবে। ইউরো অঞ্চল প্রস্তাবটি গ্রহণ করলে আপাতত অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণ এবং ইউরো থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা থেকে বেঁচে যাবে গ্রিস।
অ্যালেক্সিস সিপ্রাস বলেন, গ্রিসের ঋণদাতাদের সঙ্গে সমঝোতা সম্পন্ন করতে তাঁর একটি ‘শক্তিশালী ম্যান্ডেট’ রয়েছে। তবে প্রধানমন্ত্রীর নিজের দলের কয়েকজন মন্ত্রীই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন আবার কয়েকজন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। নতুন প্রস্তাবে প্রধানমন্ত্রী নতুন বিধিসহ পেনশন, কর বৃদ্ধি ও বেসরকারীকরণসহ বেশ কিছু দাবি উত্থাপন করেছেন।
ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীরা গ্রিসের নতুন প্রস্তাব যাচাই বাছাই করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জানিয়েছে, গ্রিসের ঋণদাতা ইউরোপীয় কমিশন, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছে। ঋণ পুনর্নির্ধারণের ব্যাপারে অনুরোধ করতে গ্রিসের সঙ্গে আলোচনা করতে চাইছেন ইউরো অঞ্চলের কর্মকর্তারা।
এর আগে অর্থনৈতিক পুনরুদ্ধারে ঋণদাতাদের দেওয়া বেলইআউট প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যাত হয়।