পশ্চিমবঙ্গে দুই শিশুসহ ১০ বাংলাদেশি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একসঙ্গে ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে দুজন শিশুও রয়েছেন। গতকাল রোববার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ ওই ১০ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে আসার অভিযোগে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, গত রোববার রাত ১০টার দিকে ধৃত বাংলাদেশিরা ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।

ভারতীয় পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের মধ্যে মুহাম্মদ রাজিন (২৩), আবুল হায়দার (১৮), ইয়াসিন শেখ (১৮) ও আসরাব বানুর (৩০) বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। এ ছাড়া খাদিজা আখতার (২০) ও তানিয়া আখতার (২০) নামে খুলনা জেলার দুজন ও তানজিরা আলম (২৫) নামে যশোরের এক বাসিন্দা রয়েছেন। গ্রেপ্তারকৃতদের সঙ্গে তিন ও ছয় বছরের দুটি শিশু রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১০ বাংলাদেশির বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করেছে পুলিশ।