রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে পড়ল কুমির!

Looks like you've blocked notifications!
ভারতের গুজরাট রাজ্যের বাদোদারা শহরের একটি বাড়িতে রাতে ঢুকে পড়ে একটি কুমির। ছবি : ইউটিউব

রাতে নিশ্চিন্তে নিজ বাড়িতে ঘুমাচ্ছেন। হঠাৎ ঘুম ভেঙে দেখলেন, আপনার বরান্দায় কিংবা উঠোনে পায়চারি করছে জলজ্যান্ত কুমির। কেমন লাগবে আপনার? কী করবেন? চুপচাপ বসে থাকবেন নাকি চিৎকার-চেঁচামেচিতে পড়শির ঘুম ভাঙাবেন? 

এমন ঘটনাই ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের বাদোদারা শহরে। ওই এলাকার একটি বাড়িতে গত বুধবার রাতে ৪ দশমিক ৫ ফুট লম্বা একটি কুমির ঢুকে পড়ে। হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত অতিথিকে দেখে ভড়কে যান বাড়ির বাসিন্দারা। কী করবেন বুঝতে না পেরে ফোন দেন বন বিভাগে। পরে বন বিভাগের কর্মীরা এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে যান।  

সংবাদ সংস্থা এএনআইর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন বন বিভাগের কর্মীরা।
কী করে এই বন্য প্রাণী বন ছেড়ে লোকালয়ে চলে এলো, সেটা বিস্ময়করই!

বন বিভাগের কর্মকর্তা পিবি চৌহান জানান, গুজরাটে বন্যা পরিস্থিতির কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুমিরটি বাদোদারার বিশ্বামিত্রি নদী ধরে লোকালয়ে ঢুকে পড়তে পারে।
উদ্ধারের পর বন বিভাগের কর্মীরা কুমিরটিকে আবার নদীতে ছেড়ে দেন।