৭৫৫ মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ

Looks like you've blocked notifications!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্স

মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ৭৫৫ মার্কিন কূটনীতিককে রাশিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রস্তাবের পর রোববার এমন আদেশ দিয়েছেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিষেধাজ্ঞা প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে  রাশিয়া।

এক সাক্ষাৎকারে রাশিয়ার টেলিভিশন ভেস্তিকে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রকে ১ সেপ্টেম্বরের মধ্যেই ৭৫৫ জনকে ছাঁটাই করতে হবে।

‘কারণ এখনো এক হাজারের বেশি কর্মী-কূটনীতিক ও সহায়ক কর্মচারী রাশিয়ায় কাজ করছে। ৭৫৫ জনকে অবশ্যই রাশিয়ায় কর্মকাণ্ড বন্ধ করতে হবে’, বলেন পুতিন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলে নেওয়ার শাস্তি হিসেবে মার্কিন কংগ্রেস রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব আনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই সেই প্রস্তাব আইনে পরিণত হবে।

মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞার পরপরই সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া। এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সে সময়ে পুতিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ছাঁটাইয়ের নির্দেশ দিলেন।