অন্ধ্রপ্রদেশে পুণ্যস্নানে পদপিষ্ট হয়ে নিহত ২৭
ভারতের অন্ধ্রপ্রদেশে পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন অন্তত ২৭ জন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের বেশির ভাগই নারী।
রাজ্যটির রাজমুন্দ্রেতে পুস্করম উৎসব উপলক্ষে পুণ্যস্নানের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকালে রাজমুন্দ্রের গোদাবরী নদীর পুস্করম ঘাটে গিয়ে পুণ্যস্নান করার জন্য হুড়াহুড়ি করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পুণ্যস্নান এই গোদাবরী পুস্করম স্নান। যা দক্ষিণের কুম্ভ নামে পরিচিত। আজ সকালে পুণ্যস্নানে যোগ দিতে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যসহ ভারতের বিভিন্ন রাজ্যের হাজার হাজার পুণ্যার্থী হাজির হন রাজমুন্দ্রেতে।
এ সময় কে আগে গোদাবরী নদীতে স্নান করতে পারবেন তা নিয়ে পুস্করম ঘাটে শুরু হয় হুড়াহুড়ি। সেই হুড়াহুড়ির সময় এই পদপিষ্টের ঘটনা ঘটে।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থমেলা কুম্ভমেলার সমতুল্য অন্ধ্রের এই পুস্করম স্নান মেলা। দীর্ঘ ১২ বছর পর পর এই মেলার আয়োজন করা হয়। ১৪৪ বছরের পুরনো এই মেলায় এ বছরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।
দুর্ঘটনার খবর পেয়েই সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। অবিলম্বে ত্রাণকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দেন নাইডু।
এ বিষয়ে বিস্তারিত জানতে ও নির্দেশনা দিতে চন্দ্রবাবু নাইডুর সাথে টেলিফোনে যোগাযোগ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে প্রধানমন্ত্রী তাঁর এক টুইট বার্তায় বলেন, অন্ধ্রের রাজমুন্দ্রেতে পুস্করম দুর্ঘটনায় পরিস্থিতি অবিলম্বে স্বাভাবিক করার চেষ্টা চলছে।