‘জঙ্গিরা গ্রামে ঢুকে ৫০ শিয়া নারী-শিশুকে হত্যা করে’
আফগানিস্তানে জঙ্গি হামলায় কমপক্ষে ৫০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
দেশটির উত্তরাঞ্চলের সের-ই পুল প্রদেশের মির্জাওয়ালাং এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সের-ই পুল প্রদেশের গভর্নরের এক মুখপাত্র জানান, জঙ্গিরা প্রথমে মির্জাওয়ালাং এলাকায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায়। এর পর তারা গ্রামের ভেতরে প্রবেশ করে নারী-শিশুসহ শিয়া মুসলিমদের হত্যা করে। তিনি বলেন, জঙ্গিরা অমানবিক ও নির্মম হত্যাযজ্ঞ চালায়।
এ হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন বলেও জানান এই মুখপাত্র। আফগান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তালেবান ও আইএসের জঙ্গিদের একটি সমন্বিত দল এ হামলা চালিয়েছে। এর সঙ্গে বিদেশিরাও যুক্ত।
তবে বেসামরিক লোকদের হত্যার বিষয়টি অস্বীকার করে তালেবান বলছে, তাদের যোদ্ধারা ওই অঞ্চলে সরকার-সমর্থিত মিলিশিয়াদের ২৮ সদস্যকে হত্যা করেছে।
দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হামলার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসীরা আবারও বেসামরিক নাগরিকদের হত্যা করল; নারী ও শিশুদের হত্যা করল।
সম্প্রতি আফগানিস্তানে যুদ্ধ তীব্র হয়েছে। জাতিসংঘের মতে, বছরের অর্ধেক সময়ের মধ্যেই দেশটির এক হাজার ৬৬২ জন বেসামরিক নাগরিক এ ধরনের হামলায় নিহত হয়েছেন।