আফগানিস্তানে জঙ্গি হামলা, নারী ও শিশুসহ নিহত ৫৮
আফগানিস্তানের উত্তরে সার-ই-পুল প্রদেশের সিদ জেলায় সন্ত্রাসী জঙ্গি হামলায় বেসামরিক নারী ও শিশুসহ ৫৮ জন নিহত হয়েছে। এ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী তালেবান এবং ইসলামিক স্টেট (আইএস) উভয়কেই দায়ী করছে দেশটির সরকার।
সার-ই-পুল প্রদেশের গভর্নর জাহরিন রেজভি জানান, স্থানীয় সময় আজ সোমবার সকালে জঙ্গিরা প্রথমে পুলিশের একটি নিরাপত্তা চৌকি লক্ষ্য করে হামলা চালায়। হামলার পর স্থানীয় পুলিশ জঙ্গিদের ধাওয়া করলে দুপুরের পর তারা পাশের একটি শিয়া মুসলিম অধ্যুষিত গ্রামে ঢুকে স্থানীয় নারী-পুরুষ ও শিশুদের নির্বিচারে হত্যা করে।
জাহরিন রেজভি আরো বলেন, এই হামলায় আফগানিস্তান পুলিশ বাহিনীর ৭ সদস্য ও চার জঙ্গি নিহত হয়েছে। এ ছাড়া জঙ্গিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন গভর্নর।
এদিকে এই হামলার পর বিবৃতি দিয়েছে আফগান তালেবান। বিবৃতিতে জঙ্গিগোষ্ঠীটি জানায়, এক হামলায় ২৮ সরকারসমর্থিত মিলিশিয়া পুলিশকে হত্যা করেছে তারা। তবে কোনো বেসামরিক নাগরিককে হত্যার কথা অস্বীকার করেছে জঙ্গিগোষ্ঠীটি।
এদিকে এক বিবৃতিতে জঙ্গিদের এই হামলা ঘৃণ্য ও ন্যক্কারজনক হিসেবে উল্লেখ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি এই হামলাকে মানবতাবিরোধী হিসেবে উল্লেখ করে হামলার কড়া জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন।