খবর পড়ছেন উপস্থাপিকা, পেছনে আপত্তিকর ভিডিও

Looks like you've blocked notifications!
বিবিসির খবর পড়ার সময় উপস্থাপিকার পেছনে একটি কম্পিউটারে হঠাৎ ভেসে ওঠে আপত্তিকর ভিডিওচিত্র। ছবি : সংগৃহীত

রাত ১০টার খবর পড়ছিলেন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির একজন উপস্থাপিকা। হঠাৎ পেছনে একটি কম্পিউটারের পর্দায় ভেসে উঠল আপত্তিকর ভিডিওর দৃশ্য। টেলিভিশনে সরাসরি সেই দৃশ্য দেখল বিবিসির লাখ লাখ দর্শক।

স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, খবর পড়ার সময় উপস্থাপিকার পেছনের কক্ষে একজন কানে হেডফোন দিয়ে বেশ আয়েশ করে বসে কম্পিউটারে সিনেমা দেখছিলেন। সিনেমার এক অংশে হঠাৎ শুরু হয় আপত্তিকর ওই অংশটি।

অনেক উৎসুক দর্শক আবার খবরের ওই অংশটি রেকর্ড করে ছেড়েছেন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। এরপরই বিবিসির মতো জনপ্রিয় সংবাদমাধ্যমে এমন বিব্রতকর পরিস্থিতি নিয়ে আলোচনায় মেতে ওঠেন নেটিজেনরা।

বিবিসির এই ঘটনাটি বেশ ফলাও করে প্রকাশ করেছে বিশ্বের নামিদামি সংবাদমাধ্যমগুলোও। সেখানে এটিকে বিবিসির অপেশাদারি আচরণ বলে উল্লেখ করা হয়েছে।

বিবিসির এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেইলি সানের এক প্রতিবেদনে জানানো হয়, সেদিনের ওই ঘটনাটি তদন্ত করে দেখবে বিবিসি।